দুর্গাপুজোয় তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায়। ষষ্ঠী-সপ্তমী ঠিক থাকলেও, অষ্টমী থেকে দশমী বৃষ্টি হতে পারে। এতেই মুখভার বাঙালির।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে। ১০ অক্টোবর- অর্থাৎ পঞ্চমী থেকে এই নিম্নচাপ তৈরি হবে। এরপর শক্তি বৃদ্ধি করে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকেই। এর ফলে সরাসরি বড় দুর্যোগ হবে না। তবে নিম্নচাপের প্রভাবে শেষ তিনদিন বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুলাবের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে সরে গিয়েছিল। পুজোর আগে এই নিম্নচাপ কেটে গেলে দুর্গাপুজো ভালো কাটবে বাঙালির।