সোমবার আইপ্যাড ওএস ১৫-এর নবতম সংস্করণ প্রকাশ করল অ্যাপল। এই নতুন আইপ্যাডে থাকছে নানা আকর্ষণীয় ফিচার্স। ফেসটাইম, নোটিফিকেশন, মেসেজের ক্ষেত্রে বদল এসেছে, যুক্ত হয়েছে অনেক নতুন ফিচার । ফেসটাইমে গান ও ভিডিও শেয়ার করা যাবে। লিঙ্কের মাধ্যমে ফেসটাইমে অ্যাড করা যাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও। আইওএস ১৫-এর মাধ্যমে সহজেই একইসঙ্গে নানা কাজ করা সম্ভব হবে। আইওএস ১৫-এর ক্ষেত্রে জানানো হয়েছে, টেক্সট নোটিফিকেশনে কনট্যাক্ট তালিকায় থাকা ব্যক্তিদের ছবি দেখা যাবে। আইওএস ১৫-এ এয়ারপডে থাকছে ‘কনভারসেশন বুস্ট’ ফিচার, যার মাধ্যমে শ্রবণশক্তি কম, এমন ব্যক্তিদের অন্যদের কথা শোনার ক্ষেত্রে সুবিধা হবে। এয়ারপডের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও দেখা যাবে। ইন্টারনেট সংযোগ ছাড়াই সিরি-র মাধ্যমে দ্রুত অডিও অন-ডিভাইসের সুবিধা পাওয়া যাবে।
ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে ইংরেজির সঙ্গে মেশানো অন্য ভাষার কম্যান্ডও বুঝতে পারবে নতুন আইওএস ১৫। এমনকি বুঝতে পারবে বেংলিশও।