এবার কি পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখা যাবে? সম্ভাবনা খুবই কম। ভিড় করে ঠাকুর দেখার অনুমতি আদৌ মিলবে কি না, সেই প্রশ্ন ফের উস্কে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা।দু’দিন আগে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে লেখা কেন্দ্রের ওই চিঠিতে বলা হয়েছে, যে সব জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখানে কোনও ধরনের জনসমাগমের অনুমতি যেন না দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার। আজকের দিনে দেশের ২৩টি জেলায় সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে। ওই জেলাগুলিতে উৎসবের মরসুমে জনসমাগম এড়ানোরই পরামর্শ দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কেবল একটি জেলাতেই সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। সেই জেলাটি হল কলকাতা। ফলে কেন্দ্রের নির্দেশিকা মেনে এগোতে হলে কলকাতার পুজো মণ্ডপগুলিতে ভিড় এড়ানোই বাঞ্ছনীয়। কলকাতা ছাড়া এই রাজ্যের অন্য কোনও জেলা এই মুহূর্তে আশঙ্কাজনক (সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশ) জেলার তালিকায় নেই। কিন্তু পুজোর ভিড়ের কথা মাথায় রেখে স্বাস্থ্যকর্তাদের আবেদন, আগামী তিন মাসে করোনা সংক্রমণ যাতে নতুন করে গতি না পায়, তার জন্যই এই বছরটিতে বাড়িতে থেকে আনন্দ করুন সবাই।