দু'বারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) শনিবার আইপিএলের(IPL 2021) নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের(Lucknow) পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছেন RPSG গ্রুপের মালিক সঞ্জীব গোয়েঙ্কা(Sanjiv Goenka)।
খবর অনুযায়ী, উচ্ছ্বসিত গম্ভীর(Gautam Gambhir) এখন সুযোগ এবং চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছেন। এটিই হবে IPL-এর নতুন মঞ্চে তাঁর প্রত্যাবর্তন।
আরও পড়ুন- Andy Flower: আইপিএল-এ সঞ্জীব গোয়েঙ্কার লখনউ দলের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার
২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে(KKR) আইপিএল(IPL) সেরা করেন অধিনায়ক গম্ভীর(Gautam Gambhir)। শেষপর্যন্ত ২০১৮ সালে দিল্লি(Delhi) ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল(IPL 2018) মরসুম কাটিয়ে অবসর নেন এই প্রাক্তন ভারতীয় বাঁহাতি ওপেনার। দিল্লি(Delhi) প্রথম ৬টি ম্যাচের ৫টিতেই হেরে যাওয়ার পর গম্ভীর(Gautam Gambhir) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৯ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে(BJP) যোগ দেন। ওই বছরই পূর্ব দিল্লি লোকসভা(Loksabha) কেন্দ্র থেকে বিজেপির(BJP) টিকিটে সাংসদ(MP) নির্বাচিত হন।
যদিও ইতিমধ্যেই লখনউ(Lucknow) ফ্র্যাঞ্চাইজি জিম্বাবুয়ের(Zimbabwe) প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে(Andy Flower) প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে।
Editorji আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর একটি অংশ