দীপাবলীর (Diwali) আগে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এক জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ (NIA)। ধৃত জঙ্গি আবদুল মান্নান বাংলাদেশের JMB জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত। এনআইএ সূত্রে খবর, তার কাছ থেকে জাল আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার হয়েছে।
কয়েকবছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ধৃত জঙ্গি। এই রাজ্যে এসে বেশ কয়েকজনকে জাল ভোটার ও আধার কার্ড বানিয়ে দেয় সে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, JMB জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের। চলতি বছর জুলাই মাসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হরিদেবপুর থেকে চার JMB জঙ্গিকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে তিনজনকে গতকালই হেফাজতে নেয় এনআইএ। তাদের জেরা করেই ধৃত আবদুল মান্নানের খোঁজ পান গোয়েন্দারা।
কলকাতাকে করিডর বানিয়ে জাল বিস্তার দাক্ষিণাত্যে, তদন্তে জানছেন গোয়েন্দারা
এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে JMB জঙ্গিদের গ্রেফতার করেছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা শাখা।