আগে চালু থাকলেও করোনা আবহে কলকাতায় বন্ধ হয়ে গিয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা। অবশেষে বড়দিন (Christmas) এবং বর্ষবরণের (New Year) আগে মিলল সুখবর। শহর কলকাতায় ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস (Night Bus)।
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে এই পরিষেবা। আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে এই পরিষেবা চালু হচ্ছে। এই সমস্ত জায়গায় রাতভর বাস পরিষেবা পাবেন যাত্রীরা। দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা থেকে ১৪ টি রুটে রাত্রিকালীন বাস পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহণ দফতর।
করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হয়েছিল৷ যাত্রীদের থেকেও দারুণ সাড়া মিলছিল৷ কিন্তু কোভিড (COVID-19) কালে তা বন্ধ হয়ে যায়। আবার ফিরছে সেই পরিষেবা। আপাতত শুরুর দিকে বাস সংখ্যায় কম রাখা হলেও, ধাপে ধাপে রাতের বাসের সংখ্যা বাড়ানো হবে।