কেন্দ্রীয় বাহিনীর (Central forces) প্রশ্নে রাজভবনের (Raj Bhavan) ঠিক বিপরীত সুরে শোনা গেল রাজ্য নির্বাচন কমিশনের বার্তায়। কলকাতা পুরভোটে (kmc) আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। মঙ্গলবার এই কথা রাজভবনকে সরাসরি জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার (state election commission)।
রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। পুলিশ (police) মোতায়েনের প্রক্রিয়ায় আশ্বস্ত হয়েছে কমিশন। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই জানাল তারা।
এদিকে,
উত্তরবঙ্গের রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়।