লোকসভার শীতকালীন অধিবেশনেই ক্রিক্টোকারেন্সি বিল(Cryptocurrency Bill) পেশ করার কথা ছিল। সেইমতো সোমবার অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রকের তরফে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, ভারত সরকার বিটকয়েন(Bitcoin) লেনদেনের তথ্য সংগ্রহ করে না। ফলে দেশে এখনই বিটকয়েনকে মুদ্রা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নেওয়া হচ্ছে না।
সূত্রের খবর, ভারতে রিজার্ভ ব্যাঙ্কের(RBI) অধীনে ডিজিটাল অফিশিয়াল কারেন্সি নিয়ে আসবে কেন্দ্র সরকার। সব ধরনের বেসরকারি ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency) নিষিদ্ধ করা হবে দেশে(India)। তবে প্রযুক্তির উন্নতিতে কিছু ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency) ব্যবহারে ছাড় দেওয়া হতে পারে। মূলত, ক্রিপ্টোকারেন্সির নেতিবাচক দিকের কথা ভেবেই এই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর আগেও ক্রিপ্টো নিয়ে সরাসরি বিনিয়োগকারীদের সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(RBI)।
আরও পড়ুন- UAN-Aadhaar Link: আর মাত্র একদিন, UAN-কে আধারের সঙ্গে লিঙ্ক না করালে বিপদে পড়বেন আপনিও
ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency) নিয়ে বিজ্ঞাপন শুরু করেছে বেশ কিছু বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। যার ফলে বেশি লাভের আশায় এই বিটকয়েন(Bitcoin) বা ক্রিপ্টোকারেন্সিতে(Cryptocurrency) বিনিয়োগ করছেন অনেকেই। যদিও সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এই ডিজিটাল মুদ্রায়(Digital coin) লগ্নি করতে বারণ করছে ভারত সরকার।