মহানবমীর রাতে ঠাকুর দেখতে যাবেন! বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বৃহস্পতিবার বিকেল চারটের পর থেকে আর বিধাননগর স্টেশনে দাঁড়াবে না লোকাল ট্রেন।
সূত্রের খবর, শ্রীভূমির এবারের থিম বুর্জ খলিফায় দর্শনার্থীদের ভিড় আটকাতেই এই পদক্ষেপ করেছে পূর্ব রেল। কলকাতা পুলিশের মতে, মহানবমীর রাতে কলকাতায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। প্রথমে লাইটিং কমিয়ে নেওয়া হয়। পরে শ্রীভূমির দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ১৪০ ফুট উঁচু এই প্যান্ডেল দূর থেকেও দেখা যাচ্ছে। তাই রাতের সাত জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীভূমি এর আগেও পদ্মাবত, বাহুবলী বা কেদারনাথের মতো থিম বানিয়ে চমকে দিয়েছে। এবার বুর্জ খলিফা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় বাড়াতে থাকে এখানে।