সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক(Money Laundering) তছরুপ মামলায় সাক্ষী হিসেবে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি(Nora Fatehi) এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে(Jacqline Farnandez) ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।
সূত্রের খবর, নোরা এবং জ্যাকলিন দুজনেই মামলা সংক্রান্ত বিষয়ে ইডিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে। তদন্তকারী সংস্থা চাইলে, সুকেশের কাছ থেকে উপহার হিসেবে গ্রহণ করা বিএমডব্লিউ গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে, এমনটাই বলেছেন নোরা। জ্যাকলিনও তদন্তের কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তছরুপ হওয়া অর্থ এরাও ভোগ করেছেন বলে অভিযোগ ওঠে। জ্যাকলিনের সঙ্গে সুকেশের (Sukesh Chandrashekhar) ঘনিষ্ঠ সেলফি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শোনা যায় সুকেশের কাছ থেকে উপহার হিসেবে বলিউড অভিনেত্রীরা কখনও পেয়েছেন রেঞ্জ রোভার গাড়ি, কখনও হীরের গয়না, প্রাইভেট জেটে সফর, বা বিলাসবহুল ব্র্যান্ডের আকাশ ছোঁয়া দামি প্রোডাক্ট।