দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোয় সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বাস্তবে দেখা গেল, বাজির ধোঁয়ায় কার্যত দমবন্ধ হওয়ার উপক্রম উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। শনিবার বিকেলে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, দেশের ১৩৮টি শহরের মধ্যে ৩৩ শহরে বায়ুর গুণমান খুব খারাপ বা মারাত্মক খারাপ । ২৪ শতাংশ শহরেই বায়ু বিষিয়ে গিয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তর ভারতের শহর।
কালীপুজো-দীপাবলিতে দূষণের নিরিখে দিল্লিকে ছুঁল কলকাতা
১৩৮টি শহরের মধ্যে এ রাজ্যের ৬টি শহর রয়েছে। তার মধ্যে দুর্গাপুর এবং হাওড়ার বাতাসের গুণমান ‘খারাপ’ গোত্রে রয়েছে। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল এবং হলদিয়ায় বাতাসের মান ‘মাঝারি’ গোত্রে ছিল বলে জানানো হয়েছে।