এবার থেকে কিউআর কোডের (QR Code) মাধ্যমেও পাওয়া যাবে মেট্রোর (Kolkata metro) টিকিট। জেনে নিন এইভাবে টিকিট পাওয়ার পদ্ধতি।
১) প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ।
২) অ্যাপ রেজিস্টার করুন নাম, ঠিকানা আর ফোন নম্বর দিয়ে।
৩) নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিন, তারপর অ্যাপে লগ ইন করুন।
৪) বুকিং-এ যান।
৫) এখানেই পেয়ে যাবেন 'বুক কিউআর টিকিট'
৬) যে স্টেশন থেকে মেট্রোতে উঠছেন এবং যেখানে যেতে চান, তা সিলেক্ট করুন।
৭) আপনার টিকিট কাটা হয়ে গেল।
৮) দাম মেটান নেটব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
৯) দাম মেটানোর পরেই তৈরি হয়ে যাবে 'কিউআর কোড'।