বিমানবন্দরে কোথায় যাচ্ছেন যশ ও নুসরত (Yash and Nusrat)! তাঁদের সেই ছবিতে দেখা যাচ্ছে ম্যাচিং ড্রেস, মাস্ক, কাঁধে ব্যাগ। কোথায় যাচ্ছেন সেটা অবশ্য উহ্যই রাখলেন তাঁরা।
যশ ও নুসরত এখন যে যার নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শুটিং করছেন নুসরত। যশের নতুন ছবি 'চিনেবাদাম'। সেখানে একটি গানের শুটিংয়ে লক্ষ্মীপুজোর পর কাশ্মীর যাওয়ার কথা ছিল যশের। সেই সফরে যশের সঙ্গী কি নুসরত!
বিমানবন্দরে তাঁদের আলাদা ছবি। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে, একই সঙ্গে আছেন যশ ও নুসরত।