দুজনের রাজনৈতিক মত অভিন্ন। তবে রাজনীতি ছাড়াও নানা কারণে দুজনেই আলোচনায় থাকেন সবসময়। একজন কামারহাটির বিধায়ক মদন মিত্র, আরেকজন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। এবার মুখোমুখি দুজনের দেখা এক টক শোয়ে। আর তাতেই নুসরতকে 'বোল্ড লেডি' বলে সম্বোধন মদন মিত্রের(Madan Mitra)।
ইশক এফএম(Ishq FM) এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে টক শোটি। তবে তার আগেই টল ঝাল মিষ্টি সেই অনুষ্ঠানের বেশ কয়েক ঝলক ভাইরাল হয়েছে মদন মিত্রের ফেসবুক পেজেই। সেটুকু থেকেই বেশ আঁচ করা যায় ছক ভাঙা আড্ডা হয়েছে দুজনের। ঘরোয়া মেজাজে বেরিয়ে পড়েছে নানা গোপন কথাও। পুরো শোটির স্বাদ পেতে আপাতত মুখিয়ে রয়েছে বাংলা।