ছক ভাঙা কাপল তাঁদের বলাই যায়। টলিউডের অন্যান্য সেলিব্রিটি রোম্যান্সগুলো হয় সেটে কিমবা কফি ডেটে। যশ নুসরতের রোম্যান্স সামনে এল তাঁরা বাবা-মা হওয়ার পর। আগে থেকেই জল্পনা ছিল, ফিসফাস ছিল, কিন্তু পাপারাৎজিদের চোখে সরাসরি ধরা পড়েনি কিছুই। এখন তাঁরা ছোট্ট ঈশানের অভিভাবক।
কাজের সূত্রে দুজনেই রয়েছেন কাশ্মীর উপত্যকায়, মরশুমের প্রথম তুষারপাত উপভোগ করছেন দারুণ। এরই মধ্যে ডাল লেকের শিকারায় বসে যশের হাতে হাত রাখলেন তাঁর সন্তানের মা। ব্যাকগ্রাউন্ডের গান খানাও খুব তাৎপর্যপুর্ন,
তেরে হাত মে, মেরা হাত হ্যায়
সারি জন্নতে, মেরা সাথ হ্যায়
ভিডিওতে শুধু হাতের ছবি থাকলে কী হবে? নুসরত যে তা ট্যাগ করলেন যশকে! সঙ্গে হ্যাশট্যাগে লিখে দিলেন ফেভারিট পার্সন।