আইএসএলে (ISL) ওড়িশার বিরুদ্ধে ৬-৪ গোলে হার ইস্টবেঙ্গলের (East Bengal)। চার গোল দিলেও ইস্টবেঙ্গলের জালে ঢুকল ছটি গোল। ডার্বিতে হারের ধাক্কা সামলানোর আগেই ফের বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে।
ম্যাচের শুরুতে এক গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ভরসা পেয়েছিল লাল-হলুদ সমর্থকরা। সেটাই শেষ। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গলকে পরপর তিনটে গোল হজম করতে হয়। দ্বিতীয়ার্ধে মোট ছটি গোল এল দুই টিমের। ৭১ মিনিটে গোল করে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ওড়িশা।
এরপর ইস্টবেঙ্গল তিনটি গোল দেয়। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে ছেলেখেলা করে আরও দুটি গোল করে ওড়িশা। খেলার ফাইনাল স্কোর দাঁড়ায় ৬-৪।