অলিম্পিকে আজ কি একের বেশি পদক আসবে ভারতের ঝুলিতে? ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা তেমনটাই।
বিশেষ করে আজ দুপুর-বিকেলে তিনজনকে ঘিরে বাড়তি পদক প্রত্যাশা। নীরজ চোপড়া, বজরং পুনিয়া ও অদিতি অশোক। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪ টেয় পুরুষদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে নামতে চলেছেন নীরজ চোপড়া।
দুপুর ৩ টে ১৫ নাগাদ বজরং পুনিয়া নামবেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে লড়তে। আর ৩ টে নাগাদ গলফে অদিতি অশোক নামবেন চতুর্থ রাউন্ডের ম্যাচে। তাঁর সঙ্গে নামবেন দীক্ষিতা ডাগরও। অদিতি সকলকে চমকে দিয়ে তৃতীয় রাউন্ডের শেষে রয়েছেন দ্বিতীয় স্থানে।
চতুর্থ রাউন্ডে যে জায়গা ধরে রাখতে পারলে কার্যত পদকজয়ের কাছাকাছি পৌঁছে যাবেন এই ভারতীয় কন্যা।