এখনও পর্যন্ত প্রায় ২৩টি দেশে হানা দিয়েছে কোভিডের নয়া প্রজাতি (New Variant) ওমিক্রন (Omicron)। বুধবার এমনটাই জানায় WHO। এরপরই দেশে প্রথম ওমিক্রন সংক্রমণের কথা স্বীকার করল আমেরিকা (United States)।
WHO জানিয়েছে, কোভিডের এই নয়া প্রজাতি কেমন, তা নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন। মৃত্যু প্রতিরোধে কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) কাজ করবে না, এই ধারণাও সঠিক নয়। নয়া প্রজাতি ওমিক্রন কত তাড়াতাড়ি সংক্রামিত হতে পারে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। খতিয়ে দেখা হচ্ছে, এই ভাইরাস মানবশরীরে কতটা প্রভাব ফেলতে পারে।
অতিমারীর পর, সদ্য স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্বের অধিকাংশ দেশ। আন্তর্জাতিক বিমান পরিষেবাও স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার নয়া প্রজাতি ওমিক্রনের আতঙ্কে ফের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে অনেক দেশ।
গত সপ্তাহে প্রথম ওমিক্রনে আক্রান্ত হয় দক্ষিণ আফ্রিকার (South Africa) এক বাসিন্দা। WHO ঘোষণা করে, করোনার এই নতুন প্রজাতি উদ্বেগের অন্যতম কারণ। বর্তমান ভ্যাকসিন কাজ করবে কিনা, তা নিয়েও উদ্বেগ শুরু হয়।