Rajkummar Rao Patralekha Wedding: তাঁদের দীর্ঘ প্রেমকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিনটা হোক ছিমছাম-ঘরোয়া, চেয়েছিলেন সদ্য বিবাহিত বলিউড তারকা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা পাল (Patralekha Paul)। আদতে হল ঠিক উল্টোটাই। তাঁদের বিয়ের ভাইরাল হওয়া ছবি এখন বিতর্কের খনি। বিয়ের অনুষ্ঠানে বাংলায় লেখা পত্রলেখার ওড়না নজর কেড়েছিল সবার। তাতে লেখা 'আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম'।
সাতপাকে বাঁধা পড়লেন রাজকুমার-পত্রলেখা, চন্ডীগড়ে সারলেন বিয়ে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি ফ্যশন ডিজাইনার সব্যসাচীর মুখার্জির ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন পত্রলেখা। ওড়নার লেখাটিও তাঁরই। তারপরই পরাণ এর ভুল বানান বিতর্ক দানা বাঁধতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, বাঙালি কনের জন্য বাঙালি ফ্যাশন ডাইজাইনার যে এতটা আবেগ দিয়ে ভেবেছেন, সেটাই প্রশংসনীয়। অন্য যুক্তিও আছে। বাংলা ভাষা নিয়ে যারা স্পর্শকাতর, তাঁদের যুক্তি, বিশেষ দিনে এমন ঘটা করে বাংলায় লেখা ওড়না, তাতে বানান ভুল থাকা কি ভাষাটিকেই অপমান করা নয়?
বাঙালি বউ বিয়ের আসরে মুকুট কেন পরলেন না, তা নিয়েও নানা আলোচনা সোশ্যাল মিডিয়ায়।