বন্ধু মারাদোনার (Maradona) জন্মদিনে স্মৃতিচারণ করলেন ফুটবল সম্রাট পেলে (Pele)। শনিবার ৬১তম জন্মবার্ষিকী ছিল মারাদোনার। ইনস্টাগ্রামে মারাদোনার প্রতিভা নিয়ে আবেগে ভাসলেন পেলে।
তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে ইনস্টাগ্রামে লেখেন, "ঈশ্বর ওকে প্রতিভা দিয়েছেন। পৃথিবী ওকে ভালোবাসা দিয়েছে। আজ মারাদোনার জন্মদিন। ওর যা প্রতিভা ছিল, ফুটবল অনুরাগীরা সারা জীবন ওকে মনে রাখবে। আমি ওকে বন্ধু হিসেবে পেয়েছি। সেইদিন গুলো আমার কাছে উপহার।"
আবার বাবা হতে চলছেন রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট এই পর্তুগিজ তারকার
গতবছর নভেম্বর মাসে হার্টঅ্য়াটাকে প্রয়াত হন দিয়েগো মারাদোনা। মাত্র ১৬ বছর বয়সে ফুটবল শুরু করেন। আর্জেন্টিনাকে একবার বিশ্বকাপ এনে দেন। বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে পেলে ও মারাদোনাকে স্বীকৃতি দিয়েছে ফিফা।