দু'দিন একটু স্বস্তি দিলেও ফের বাড়ল জ্বালানি তেলের দাম। উৎসবের মরশুমে রেকর্ড মূল্যবৃদ্ধি পেট্রপণ্যের।
মহানবমীতে কলকাতায় পেট্রলের দাম ৩৪ পয়সা প্রতি লিটার ও ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা করে বেড়েছে। কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৫.৪৪ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৬.৬৩ টাকা। তেলের দাম বাড়ায় সবজি বাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও মূল্যবৃদ্ধি হচ্ছে।
করোনার আবহে এমনি পকেটে টান মানুষের। কাজ হারিয়েছেন অনেক মানুষ। এর মধ্যে জ্বালানির দাম বাড়ায় যাতায়াতের খরচও বেড়েছে। চড়া হচ্ছে সবজির দামও। রান্নাঘরে গ্যাসের দামও বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে।