কেন্দ্র সরকার(Central Govt) শুল্ক কমানোর পর পেট্রল-ডিজেলের(Petrol-Diesel) দাম কিছুটা হলেও কমেছিল। দীপাবলির(Diwali) একদিন আগে পেট্রোলে প্রতি লিটার ৫ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১০ টাকা কমানোর কথা জানিয়েছিল। শনিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
শনিবার কলকাতায়(Kolkata) লিটারপ্রতি পেট্রোল এবং ডিজেল বিকোয় যথাক্রমে ১০৪.৬৭ টাকা এবং ৮৯.৭৯ টাকায়। কেন্দ্র শুল্ক হ্রাসের আগে পর্যন্ত বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। এমনকী পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে ফেলে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর।
Narendrapur Incident: মদের আসরের প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ, রেহাই পেলেন না তাঁর শ্বশুর ও মেয়ে
শনিবার দিল্লিতে(Delhi) পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। মুম্বইতে(Mumbai) পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯.৯৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.১৪ টাকা। চেন্নাইতে(Chennai) পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।