পুজোর আগে ফের একবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম হল ৯৩ টাকা ৮৭ পয়সা। পরপর তিনদিন লিটার প্রতি ৩০ পয়সা করে বাড়ে জ্বালানির দাম। পুজোর আগে তেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।
মাঝখানে কিছুদিন দাম বাড়েনি জ্বালানি তেলের। সম্প্রতি ফের দাম বাড়া শুরু করেছে। ৩০, ১ ও ২- পরপর তিনদিনে পেট্রলের দাম বেড়ে দাঁড়ায় ১০২ টাকা ৭৭ পয়সা প্রতি লিটার। রবিবার সেই দাম বেড়ে প্রথমবার ১০৩ টাকা পেরিয়ে গেল।
করোনা পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষের কাজের অবস্থা খারাপ। এই অবস্থায় যেভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, তাতে মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।