মহাষষ্ঠীর সকালেই কলকাতায় রেকর্ড দাম বাড়ল জ্বালানি তেলের। পেট্রল ১০৫ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৯৬ টাকা ২৮ পয়সা প্রতি লিটার। পেট্রল লিটার প্রতি ২৯ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৩৫ পয়সা করে বেড়েছে। হাজার টাকার দিকে এগোচ্ছে গ্যাসেরও দাম। উৎসবের মরশুমে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের।
গত বছর ডিসেম্বর মাস থেকেই পেট্রপণ্যের দাম রেকর্ড হারে বাড়তে শুরু করেছে। করোনা মহামারীতে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ অক্টোবর পর্যন্ত কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ২০ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১৮ টাকারও বেশি।
পেট্রপণ্যের ক্রমাগত দামবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে। উৎসবের আবহেও সেটাও মাথায় রাখছে বাঙালি।