নিয়ম করে দু-একদিন অন্তর বাড়ছে জ্বালানির দাম। কলকাতায় ফের জ্বালানির দামে রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও।
বৃহস্পতিবার আবারও পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ০৭ পয়সা বাড়ল। ফলে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের নতুন দাম হল ৯১ টাকা ১৫ পয়সা। বুধবার পেট্রোল, ডিজেলের দাম বাড়েনি। মঙ্গলবারের পর ফের দাম বাড়ল বৃহস্পতিবার।