লাগামছাড়া দাম বাড়ছে পেট্রোলের। কার্যত মাথায় হাত মধ্যবিত্তের।
উৎসবের মরশুমেও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা। নবমীর পর ফের দশমীতেও বাড়ল পেট্রল (Petrol) ও ডিজেলের দাম। তিন সপ্তাহে এ নিয়ে মোট ১৭ বার দাম বাড়ল ডিজেলের। পেট্রলের দাম বাড়ল ১৪ বার।
বিরোধীদের দাবি, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খোলাবাজারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশছোঁয়া।
Bijoya Doshomi: দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী
দশমীর দিন কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৫ টাকা ৭৬ পয়সা। এক লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৯৮ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে ডিজেলের (Diesel) দাম ১১১ টাকা ৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০১ টাকা ৭৬ পয়সা। চেন্নাইতে পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৮ টাকা ২৬ পয়সা এবং ১০২ টাকা ৪০ পয়সা।