ফাইজার(Pfizer) শুক্রবার জানিয়েছে তাদের পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল পিল উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক কোভিড-১৯(Covid-19) রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি করার আশঙ্কা ৯০% কমিয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) ওষুধের বাজারে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম সহজ ব্যবহারযোগ্য ওষুধ আনার দৌড়ে এই সংস্থাটিও যোগ দিয়েছিল।
ফাইজার(Pfizer) জানিয়েছে, স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা কোম্পানির গবেষণা বন্ধের সুপারিশ করার পর তারা আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন, এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রকদের যত দ্রুত সম্ভব তাদের পিল অনুমোদন করতে বলবে। একবার ফাইজার আবেদন করলে এফডিএ(FDA) সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ বা একমাস সময় নিতে পারে।
Covid in Bengal : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৬৩ জন, মৃত্যু ১৩ জনের
৭৭৫ জন প্রাপ্তবয়স্কের ওপর সমীক্ষা চালিয়ে ফাইজার(Pfizer) শুক্রবার তাদের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। দেখা গেছে, অন্য একটি অ্যান্টিভাইরাল কোম্পানির ওষুধ গ্রহণকারী রোগীদের একমাস পরে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর সম্মিলিত হার ৮৯% হ্রাস পেয়েছে। অথচ ফাইজারের ডামি পিল নেওয়া ব্যক্তিদের মধ্যে ১শতাংশের কম হাসপাতালে ভর্তি হয়, কিন্তু কেউ মারা যায়নি। অথচ অন্য ওষুধ নেওয়া ব্যক্তিদের ৭% হাসপাতলে ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে ৭ জন মারা গিয়েছে।