বুধবার অসামরিক বিমান কর্তৃপক্ষের(DGCA) তরফে জানানো হয় ভারত থেকে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান(International Flight) পরিষেবা পুনরায় চালু করতে সময় নিচ্ছে। পাশাপাশি তারা উল্লেখ করেছে যে, যথাসময়ে এ সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।
অসামরিক বিমান কর্তৃপক্ষ(DGCA) দ্বারা জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বর্তমানে বিশ্বব্যাপী করোনভাইরাস(Covid-19) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন ওমিক্রন(Omicron) ভাইরাসের গতিবিধি সম্বন্ধে সজাগ রয়েছে সরকার, যে ভাইরাসটি অত্যন্ত সংক্রামক এবং দ্রুত পরিবর্তনে সক্ষম।
বুধবার DGCA-এর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'নির্ধারিত আন্তর্জাতিক যাত্রী পরিষেবাগুলি পুনরায় চালু করার তারিখ নির্দেশ করে উপযুক্ত সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।'
আরও পড়ুন- Relation b/w Blood group and covid 19: আপনার ব্লাডগ্রুপ কী? জানেন, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কতোটা?
এই অবস্থায় ভারত সরকার(India Govt.) তুলনামূলক নিরাপদ পরিস্থিতিতে পুনরায় আন্তর্জাতিক বিমান(International Flight) চালু করার সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।