কোয়াড-বৈঠকে যোগ দিতে, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক সম্পর্ক সহ ব্যবসা বাণিজ্য ও বিশ্বের অন্যান্য দেশেরে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের সমমীকরণ নিয়েও দুপক্ষের মত বিনিময় হয়। নির্বাচনে কমলা হ্যারিসের জয় গোটা বিশ্বের মানুষের কাছে আপনি অনুপ্রেরণা বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতকে সাহায্যের জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তাদের "অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে বলেই জানিয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি। আমেরিকাকে ভারত দ্রুতই ভ্যাকসিন পাঠানো শুরু করবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী।তিনদিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৈঠকের পরই নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে চতুর্দেশীয় কোয়াড-বৈঠকের উদ্বোধন করবেন বাইডেন।