দেশে ৪০টির বেশি জেলায় টিকাকরণের কম হার নিয়ে বুধবার রিভিউ মিটিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লাসগো থেকে দেশে ফিরেই এই বৈঠকে বসছেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দেশে ৪০টির বেশি জেলা টিকাকরণের হারে পিছিয়ে আছে। ঝাড়খণ্ড, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়ের মতো কিছু রাজ্যের জেলায় টিকাকরণের হার কম। জানা গিয়েছে, এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট টিকাকরণের সংখ্যা ৫২ লাখ ৩৯ হাজার ৪৪৪। এখনও পর্যন্ত দেশে ১০৬ কোটি ৮৫ লাখ নাগরিকের টিকাকরণ হয়েছে।