কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ চলছে পশ্চিমবঙ্গের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। সকাল থেকেই বুথে ভিড় জমিয়েছেন ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ও কোভিড বিধি মেনে ভোটগ্রহণ চলছে। দুপুর তিনটে পর্যন্ত ভোটদানে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্র। ভোট পড়েছে ৬৬.০৭ শতাংশ।
বেলা ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত শতাংশ ভোট, দেখে নিন
গোসাবার পর বুথে গিয়ে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন শান্তিপুর কেন্দ্রের ভোটাররা। এখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৪.১৮ শতাংশ। দিনহাটায় ভোটের হার ৬১.৫২ শতাংশ। খড়দায় ভোটের হার ৫২.৩৭ শতাংশ।
সকাল থেকেই কম ভোট পড়েছে খড়দায়। বিক্ষিপ্ত অশান্তির খবর আসে খড়দার কিছু বুথে।