কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হল পশ্চিমবঙ্গের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। শেষ মুহূর্তে কিছুটা হলেও ভোট বাড়ল খড়দহে। বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল শান্তিপুর ও গোসাবায়।
শান্তিপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ৭৬.১৪ শতাংশ। গোসাবায় ভোটের হার ৭৫.৯১ শতাংশ। দিনহাটায় ৬৯.৯৭ শতাংশ ও খড়দহে ভোটের হার ৬৩.৯০ শতাংশ। শনিবার সকাল থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ও কোভিড বিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়।
খড়দহ কেন্দ্রে ভোটচলাকালীন কিছু গণ্ডগোলের খবর আসে। গোসাবাতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। তবে কোনও কেন্দ্রেই বড় কোনও গোলযোগের খবর আসেনি।