বাংলায় নির্বাচনের ফলফল ঘোষণার পরেও নির্বাচনী হিংসা অব্যাহত। ভোটে ফলাফল ঘোষণার পরেই উত্তপ্ত হাসখালি মাঠপাড়া , হাসুয়ার কোপ তৃনমূলের কর্মী কে। নাসির উদ্দিন মন্ডল কে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে জেলার শক্তিনগর হাসপাতালে । অভিযোগের তির বিজেপির দিকে।