ষষ্ঠ দফার ভোট মিটেছে।কিন্তু অশান্তি থামেনি। ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত অশোকনগরের দোগাছিয়া । ISF এর অভিযোগ বৃহস্পতিবার ভোট মিটতে না মিটতেই এলাকায় দৌরাত্ম্য চালাতে শুরু করে তৃণমূলের কর্মীরা। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূল কর্মীরা ফের ISF কর্মীদের ওপর চড়াও হয়। শুরু হয় বোমাবাজি। বোমার ঘায়ে পাঁচজন iSF কর্মী জখম হন।Iঅভিযোগ উড়িয়েছে তৃণমূল। তাদের দাবি, ISF এর গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।