আদিপুরুষ (Adipurush) ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি, জানেন? ১৫০ কোটি!। পারিশ্রমিকের নিরিখে অক্ষয় কুমার, সালমানকে ছাপিয়ে গেলেন প্রভাস(Prabhas)।
বাহুবলির ঐতিহাসিক সাফল্যের পর প্রভাসের কাছে আসতে শুরু করে একের পর এক অফার। বলিউড হাঙ্গার খবর বলছে, তিনি এখন দেশের সবচেয়ে বেশি দামি তারকাদের একজন। আদিপুরুষ ছাড়াও 'স্পিরিট' ছবিটির জন্যেও ১৫০ কোটি টাকা নিচ্ছেন তিনি।
আদিপুরুষে প্রভাসের চরিত্র রামের। সইফ আলি রয়েছেন রাবণের চরিত্রে। সঙ্গে ক্রিতি স্যানন রয়েছেন জানকী রূপী সীতার ভুমিকায়। সানি সিং রয়েছেন লক্ষ্মণের ভূমিকায়।