নিজেকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে পারেন কজন? বিশেষ করে এই ট্রোল সংস্কৃতির যুগে? কেউ কেউ পারেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁদেরই একজন। কেকের বিজ্ঞাপনে নিজেকে নিয়েই ঠাট্টা করে বিস্তর প্রশংসা কুড়োলেন বুম্বা দা।
মাস খানেক আগের ঘটনা। সুইগ্যিতে খাবার অর্ডার দিয়ে ডেলিভারি না পেয়ে ভয়ানক চটে অভিযোগ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। নরেন্দ্র মোদীকে ট্যাগ করে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেতা। সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। এমন কাজের জন্য একরকম ট্রোল্ড হন প্রসেনজিৎ। আর নতুন বিজ্ঞাপনেও উঠে এল এই ঘটনাই। সিনেমার সংলাপ বলার সিগনেচার স্টাইলে বুম্বা দা চেঁচাচ্ছেন, “আমি কেক পাইনি মা-আ-আ… এখনও ডেলিভারি হয়নি ..”। ওমনি চারপাশ থেকে বুম্বাদার ওপর এসে পড়ল বিশেষ একটি ব্র্যান্ডের বড়দিনের কেক।
প্রসেনজিতের এই বিজ্ঞাপন ইতিমধ্যে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক সৃজিত নিজে সেই বিজ্ঞাপন টুইট করে প্রশংসায় পঞ্চমুখ।