দিব্বি তো দীপাবলি, লক্ষ্মী পুজোয় নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে ছবি দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাহলে তড়িঘড়ি নামের পাশ থেকে 'জোনাস' বাদ দেওয়া কীসের ইঙ্গিত? প্রিয়াঙ্কা(Priyanka Chopra) ভক্তদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।
ম্যাট্রিক্স রেসারেকশন এর পোস্টার নিজের ইন্সটায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তারপরই সবার নজরে পড়ে বিষয়টা। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে নাম পালটে দেশি গার্ল এখন শুধুই প্রিয়াঙ্কা! স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছে প্রিয়াঙ্কা অনুরাগীরা। কেউ বলছেন, "নিক জামাইবাবু কোথায়", কেউ আবার একরাশ উদ্বেগ নিয়ে জিজ্ঞেসই করে ফেলছেন, "সব ঠিক আছে তো?'
আরও পড়ুন, বলিউড সিনেমার থেকে কিছু কম নয় রাজকুমার-পত্রলেখার বিয়ে, দেখুন ভিডিও
মা মধু চোপড়া অবশ্য বলেছেন, গুজবে কান না দিতে। সাম্প্রতিক অতীতে নিক প্রিয়াঙ্কার সুখী দাম্পত্যে চিড় ধরার মতো কোনও খবরই নেই যদিও।