২৫ দিন জেলে থাকার পর মুম্বই রেভ পার্টি কাণ্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আরিয়ানের সঙ্গেই জামিন পেয়েছেন তাঁর বন্ধু মুনমুন ধামিচা, আরাবাজ মার্চেন্টরাও। গত ৩ অক্টোবর সমীর ওয়ানখেড়ের নেত্রিত্বে এনসিবি তল্লাশির পর আরিয়ানদের গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবারই আরিয়ানদের জামিনের নির্দেশ দেবে মুম্বই আদালত। আর তারপরই আর্থার জেল থেকে বাড়ির পথে রওনা দেবেন তারকা পুত্র আরিয়ান। তবে সঙ্গে থাকছে বেশ কিছু শর্ত, দেখে নেওয়া যাক সে সব কী।
১) এনডিপিএস আইনের আওতায়, যে কারণে আরিয়ানদের গ্রেফতার করা হয়েছিল, সেরকম কিছুতে নিজেদেরকে জড়াতে পারবে না তাঁরা
২) এই মুহূর্তে দেশ ছাড়তে পারবে না আরিয়ান, নিজের পাসপোর্ট জমা রাখতে হবে স্পেশাল কোর্টে
৩) মুম্বই রেভ পার্টিতে অভিযুক্ত অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান
৪) এনসিবি-কে না জানিয়ে মুম্বই ছাড়তে পারবে না আরিয়ান
৫) অন্য কোনও অভিযুক্তকে প্রভাবিত করার চেষ্টা করা চলবে না
৬) কোনরকম তথ্য প্রমাণ লোপাট করা চলবে না