দেশে বেলাগাম জ্বালানি। পেট্রোল পাম্প ব্ল্যাক আউট করে অভিনব প্রতিবাদ পাম্প মালিকদের। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টা- আধঘণ্টা পাম্পে আলো নেভানো থাকবে। সে সময় হবে না তেল বিক্রি। এই সিদ্ধান্ত নিয়েছে পাম্প মালিক সংগঠন। এর পাশাপাশি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কালো ব্যাজ পরে কাজ করেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা। কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় এই ছবি।
গোটা দেশে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা। বহুদিন আগেই পেট্রোপণ্যের দাম ১০০ টাকা লিটার পেরিয়ে গেছে। তারপরেও তা থামার লক্ষণ নেই।