সম্প্রতি মুক্তি পেয়েছে 'বব বিশ্বাস'(Bob Biswas)-এর ট্রেলার । ট্রেলারের এক ঝলকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) । অনেকেই মনে করছেন এটা অভিষেকের করা অন্যতম সেরা অভিনয় হতে চলেছে । ছবির ট্রেলার দেখে উচ্ছ্বসিত বিগ-বিও । ছেলের জন্য যে তিনি কতটা গর্বিত, সেটাই জানালেন নিজের টুইটার হ্যান্ডেলে ।
শনিবার টুইটে ট্রেলারের একটা অংশ শেয়ার করে একটা মিষ্টি বার্তা দিয়েছেন অভিষেককে । বিগবি লিখেছেন, তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন যে, অভিষেক তাঁর ছেলে ।
২০১২ সালে সুজয় ঘোষের 'কাহানি' ছবির 'বব বিশ্বাস' চরিত্রটা আজও দর্শকদের মনে টাটকা । সেইসময় বব বিশ্বাস-এর চরিত্রে অভিনয় করেছিলেন শ্বাশত চট্টোপাধ্যায় । এবার সেই ভূমিকায় অভিষেক বচ্চন । চরিত্রটিকে নিয়েই তৈরি হয়েছে গোটা একটা ছবি । শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার । ৩ ডিসেম্বর জি-ফাইভ-এ মুক্তি পাবে এই ছবি ।