কয়েদি নম্বর এন-৯৫৬। মুম্বইয়ের আর্থার রোড জেলে বিচারাধীন বন্দি আরিয়ান খানের এটাই পরিচয়। আগামী ২০ অক্টোবর শাহরুখ খানের ছেলের জামিন মিলতে পারে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে জেলে আছেন শাহরুখ পুত্র। মাদক মামলায় তাঁর জামিনের আবেদনে সাড়া দেননি বিচারকরা।
Aryan Khan Drug Case: মাদককাণ্ডে আরিয়ান খানের জামিনের আবেদনে স্থগিতাদেশ মুম্বইয়ের বিশেষ আদালতের
আরিয়ানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁকে কোয়ারান্টাইন সেল থেলে কমন সেলে আনা হয়েছে। জেলের প্রোটোকল মেনেই এই বদলি। ২৩ বছরের স্টার কিডের সঙ্গে আরো ৫ জন বন্দি রয়েছেন।
আরিয়ান জেলের খাবারই খাচ্ছেন। কারণ, বাইরের কোনো খাবার জেলে ঢোকার নিয়ম নেই।
আরিয়ানের পরিবারের পক্ষ থেকে সাড়ে ৪ হাজার টাকার মানি অর্ডার জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। জেলের নিয়ম অনুযায়ী, বন্দির মাসিক ক্যান্টিন খরচের জন্য এইটুকু টাকাই পাঠানো যায়। জেলের ভিতরে আরিয়ান বাড়ির পোশাকই পরছেন।
রেভ পার্টিতে অংশ নেওয়ায় গত দোসরা অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে NCB। এখনও অবধি এই নিয়ে শাহরুখ খান বা গৌরী খান মুখ খুলেননি তবে সলমন খান, ফারহা খান, হৃত্মিক রোশনরা শাহরুখের ছেলের পাশে দাঁড়িয়েছেন।