৩০ বছরেই কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার! ২০২২ কাতার বিশ্বকাপেই কি তাঁকে হলুদ জার্সিতে শেষবার দেখা যাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এরকমই ইঙ্গিত দিলেন নেইমার।
একটি ভিডিওতে নেইমার জানান, তাঁর বিশ্বাস, এটাই শেষ বিশ্বকাপ। এরপর ফুটবল খেলার মতো মানসিক অবস্থায় থাকবেন না। নেইমার বলেন, "এবার দেশকে বিশ্বকাপ জেতাতে চাই। ছোটবেলার স্বপ্ন, দেশের হয়ে বিশ্বকাপ জয়। এবার সেটা পূরণ করতে চাই।
ব্রাজিলের হয়ে একবার কনফেডারেশনকাপ ও অলিম্পিকে একবার সোনা জিতেছেন নেইমার। কিন্তু এখনও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। ২০১৪ বিশ্বকাপে নেইমারের নেতৃত্বে জার্মানি ম্যাচে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সাফল্য অধরা ছিল ২০১৮ বিশ্বকাপেও।