ওড়িশা-অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। শুক্রবার বেশ কিছু দূরপাল্লার (Express Train ট্রেন বাতিল করল পূর্ব রেল। ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতরও। হাওড়া থেকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ (Odisha and Andhra Pradesh) গামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল।
শুক্রবার বাতিল হয়েছে অনেকগুলো দূরপাল্লার ট্রেন। তালিকায় আছে- হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, সাঁতরাগাছি চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হাওড়া থেকে দক্ষিণ ভারতে যাওয়ার অধিকাংশ ট্রেন বাতিল করেছে রেলওয়ে। এই ট্রেনগুলো অধিকাংশ ওড়িশা ও অন্ধ্র উপকূলের ওপর দিয়েই যায়।