শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। সোমবার সকালেও বৃষ্টি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজর রাখছে কলকাতা পুরসভা (KMC) ও দমকল বাহিনী।
প্রবল বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন এলাকার নদীবাঁধে ধস নামতে শুরু করেছে। বাঁধ ভেঙেছে সুন্দরবনের (Sundarban) গোসাবা ব্লকের কুমীরমারি দ্বীপের রায়মঙ্গল নদীতে। রবিবার রাতে বাঁধের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধস নামে। তড়িঘড়ি প্রশাসনের চেষ্টায় বাঁধ মেরামতি করা হয়।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, গোসাবা, বাসন্তী, ক্যানিংয়ের গ্রামগুলো।
নিম্নচাপের জেরে সুন্দরবনের বিভিন্ন এলাকা বিপর্যস্ত। কোটালে নদীগুলোর জলস্তর বাড়ছে। টানা বৃষ্টিতে ফুঁসছে অধিকাংশ নদী। রবিবার রাতে ব্যাপক বৃদ্ধি হয় বিভিন্ন নদীতে। ভারী বৃষ্টি নিয়ে প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।