সকাল থেকেই উত্তপ্ত বারাকপুর। বারাকপুরের লালকুঠি এলাকায় গিয়ে বিক্ষোভের পড়লেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন তৃণমূল প্রার্থী। পুলিস এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।