কালীপুজো মানেই আলোর উৎসব। উৎসবের আলোয় দূর হয়ে যাক যাবতীয় অন্ধকার৷ মুছে যাক মালিন্য। ঘুচে যাক যাবতীয় গ্লানি। এই তো বাঙালির চিরন্তন প্রার্থনা।
রাজারহাট নেতাজি সংঘের এবারের থিম 'জ্বালাও আলো'। এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা স্থানীয় বিধায়ক এবং রাজনৈতিক নেতৃত্ব। করোবা আবহে বেড়েছে প্রতিদিনের দিনযাপনের গ্লানি। ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়েছে অন্ধকার। সেই আঁধার মুছতেই এমন থিমের আয়োজন।
Bhut Chaturdashi: আজ ভূত চতুর্দশী, ঘরে ঘরে জ্বালানো হবে ১৪ প্রদীপ