বৃহস্পতিবার সন্ধেতে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে 'থালাইভা'-কে। রজনীকান্তের স্ত্রী লতা জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে ৭০ বছরের কিংবদন্তি অভিনেতাকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে একদিন ভর্তি রাখা হবে।
৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত।
চলচ্চিত্রের জগতে আসার আগে বাসের কন্ডাক্টর হিসেবে শুরু করেছিলেন পেশাগত জীবন। বাসের ড্রাইভার ছিলেন তাঁর বন্ধু, সেই বন্ধুর পরামর্শতেই ছবির জগতে আসা। দাদাসাহেব ফালকে সম্মানও তাঁকেই উৎসর্গ করেছেন রজনীকান্ত।