বিয়ের সব আয়োজন শেষ। এইসময় নতুন করে প্রেমে পড়লেন রাজকুমার রাও (Rajkumar Rao)। সেখানেই শেষ নয়, ঘটা করে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন! তবে হ্যাঁ, দীর্ঘ দিনের প্রেমিকা এবং হবু স্ত্রীরই পাণি প্রার্থনা করেছেন রাজকুমার, এবং খুবই রোমান্টিক ভাবে, আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের তারিখ নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল বলিউডের আনাচে কানাচে। শেষমেশ জানা গিয়েছে, চণ্ডীগড়ে আজই চার হাত এক হচ্ছে।
তবে নিজেদের বিয়ের খবরকে একেবারেই খবরের শিরোনামে আনতে চাননি রাজকুমার।
চণ্ডীগড়েই ছিমছাম ভাবে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা (Patralekha Mitra)। অতিথিদের তালিকায় রয়েছেন বলিউডের হাতেগোণা কয়েকজন তারকা। দীর্ঘ দশ বছরের প্রেম প্রায় রাজকুমার-পত্রলেখার। প্রথম দেখা সিটি লাইটস এর সেটে, আলাপ গড়ায় প্রণয়ে।