দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী পত্রলেখা (Patralekhaa)। সোমবার চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠান সেরে ফেললেন তাঁরা।
ইনস্টাগ্রামে নিজেই বিয়ের ছবি শেয়ার করেন রাজকুমার রাও। ক্রিম কালারের শেরওয়ানি ও লাল পাগড়ি পরে দেখা যায় অভিনেতাকে। এই আবেগঘন মুহূর্ত নিয়ে পোস্ট করেন তিনি। ইনস্টাগ্রামে (Instagram) লেখেন, "১১ বছরের ভালোবাসা, রোমান্স, বন্ধুত্ব, মজার পর অবশেষে বিয়ে হল।"
রাত পোহালেই বিয়ে, তার আগে নতুন করে পাণিপ্রার্থনা রাজকুমারের
ইনস্টাগ্রামে রাজকুমার রাওয়ের ছবি শেয়ার করে নেন পত্রলেখাও। তিনি লেখেন, "রাজকুমার রাও-এর স্ত্রী হওয়ার থেকে ভালো কিছু আর হয় না।" ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ছবিতে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া, সানিয়া মালহোত্রা সহ একাধিক বলিউড তারকা।