বলিউডের নতুন তারকা দম্পতি রাজকুমার রাও(Rajkummar Rao) ও পত্রলেখা (Patralekhaa) । ১৫ নভেম্বর এই তারকা জুটি চণ্ডীগড়ে বিয়ে সেরেছেন । এগারো বছরের প্রেম, ভালোবাসা শেষপর্যন্ত পূর্ণতা পেয়েছে বিয়েতে । চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলায় বসেছিল রাজকুমার-পত্রলেখার রূপকথার মতো বিয়ের আসর । বিয়ের সেই সব ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা । সম্প্রতি, তাঁরা ইনস্টাগ্রামে বিয়ের একটি ভিডিও শেয়ার করেছেন । যা ইতিমধ্যে মন কেড়েছে নেটিজেনদের ।
ভিডিওটি প্রায় দুই মিনিটের । যেখানে রাজকুমার-পত্রলেখার বিয়ের বিভিন্ন মুহূর্তের ঝলক মুগ্ধ করেছে তাঁদের ভক্তদের । সবটাই যেন একেবারে স্বপ্নের মতো । এদিন, বেঙ্গালুরু সিল্কের কুর্তা পরেছিলেন রাজকুমার রাও । সঙ্গে এমব্রয়ডারি করা সিল্ক আইভরি জ্যাকেট আর সব্যসাচীর ডিজাইন করা গয়না ।
আরও পড়ুন, Rajkummar Rao-Patralekha Wedding: ওড়না জড়াল বানান বিতর্কে, রাজকুমার-পত্রলেখার ছিমছাম বিয়ে এখন শিরোনামে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে সেজেছিলেন পত্রলেখাও । লাল শাড়িতে কনের বেশে পত্রলেখাকে দারুণ লাগছিল । আর সবথেকে বেশি নজর কেড়েছে বাংলায় লেখা তাঁর ওড়না ।
অন্যদিকে, পত্রলেখার বোন পার্নলেখা পায়জামা পার্টির একটি ছবি শেয়ার করেছেন । এই ছবিতে কমেন্টও করেছেন ফারহা খান । মজার ছলে ফারহা লেখেন, " এই একমাত্র বিয়েতে আমি নাইটি এবং রবারের চটি পরে যেতে পেরেছিলাম ।"